বিয়ের পর বেশ ধীরগতিতেই কাজ করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সিনেমার সংখ্যাও কমেছে গত ১ বছরে। অভিনয় কমিয়ে দিলেও একাধিক সিনেমায় শরীক হতে চান তিনি। শোনা যাচ্ছে, প্রযোজকের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে। করণ জোহরের আসন্ন ছবিতে সহ-প্রযোজক হিসেবে দীপিকার নাম থাকতে চলেছে বলে গুঞ্জন উঠেছে।
‘কাপুর অ্যান্ড সন্স’ খ্যাত শকুন বত্রা পরিচালিত ছবিতে সহ-প্রযোজকের ভূমিকায় থাকছেন দীপিকা। ছবিতে অভিনেত্রীর ভূমিকাতেও থাকছেন তিনি। ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করবেন ‘গাল্লি বয়’ খ্যাত সিদ্ধার্থ চতুর্বেদী। করণ জোহর নিজে থেকে দীপিকাকে এই প্রস্তাব দিয়েছেন বলে সূত্রের খবর। এরপর দীপিকা নিজে সেই প্রস্তাবে সমর্থন জানিয়ে আপ্লুত হয়ে পড়েন। ফলে এবার নতুন ইনিংসে দীপিকাকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়।