দিনাজপুর প্রতিনিধি:
আমি মোঃ রুবেল ইসলাম (৩৩), পিতা-মো নুরল ইসলাম, সাং-উত্তর রামনগর হিরাহার, থানা-কাতয়ালী জলা-দিনাজপুর অত্র থানায় হাজির হইয়া এই মর্ম অভিযোগ করিতছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি একাউন্ট রয়েছে যাহার একাউন্ট নাম দিনাজপুর ভাইরাল নতুন।ফেসবুক লিংক (https://www.facebook.com/dinajpur.vairalnew) নাম দিয়া একটি ফেক অ্যাকাউন্ট খুলে আমার ছবি ও নাম ব্যবহার করিয়া আমার নাম বিভিন ধরনর আজবাজ কথাবার্তা ফেসবুক টাইমলাইন পোস্ট করেছে । আমি উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির একাউন্ট একাধিকবার আমার নাম মিথ্যাঅপচার করিত বাধা নিষধ করিয়া মেসেজ করিলও উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি আমার কান কথার কর্নপাত না করিয়া আমার নাম মিথ্যা অপপ্রচার লখালখি করিয়া ফইসবুক টাইম লাইন পাষ্ট করিতই আছ। গত ইং ০৪/০২/২০২০ তারিখ রাত্রী অনুমান ১১.০০ ঘটিকার সময় আমি আমার ফেসবুক একাউন্ট প্রবশ করিয়া দখি য, অজ্ঞাতনামা ক বা কাহারা উক্ত ফ্যাক একাউট হইত আমার নাম ও ছবি ব্যবহার করিয়া আমার নাম বিভিন ধরনর আজবাজ কথাবার্তা লিখিয়া ফইসবুক টাইমলাইন পাষ্ট করিয়াছ। ইহাত আমার দনদিন জীবন চলাফরায় বিভিন ধরনর সমস্যার সম্মুখিন এবং সমাজ হয় প্রতিপন হইতছি। আমি আশঙ্কা করিতছি য, উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি কোন সময় বড় ধরনর ক্ষতি করতে পারে। পর আমি উক্ত ঘটনার বিষয়টি আমার পরিবারর সদস্যসহ সাক্ষী ১। মাঃ মঞ্জুরল, ২। মাঃ সাধীন সহ আরা অনক অবহিত করি। উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি প্রায় সময় নতুন নতুন ফেসবুক নতুন নতুন ফেক অ্যাকাউন্ট খুলে উপরাক্ত ঘটনা ঘটায়। উক্ত ঘটনার বিষয়টি পারিবারিক ভাব আলাচনা করিয়া থানায় অভিযাগ দায়র করিত কিছুটা বিলম্ব হইল।