প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ও খেটে খাওয়া অসহায় দুঃস্থ মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দিনাজপুরের সমাজ উন্নয়নমূলক সংগঠন “ঐতিহ্য”। ৫ এপ্রিল রোববার সকাল ১১ টায় শহরের গণেশতলাস্থ মডার্ন মোড়স্থ সমাজ উন্নয়ন মূলক সংগঠন “ঐতিহ্য” এর কার্যালয়ে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল ১শত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোঃ আফজাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সাবেক সভাপতি দেবাশীষ ভট্টচার্য্য, কোষাধ্যক্ষ শংকর কুমার দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য অসীম কুমার বসাক, লাইসুর রহমান লাভলু, মশিউর রহমান জুয়েল, সদস্য- সঞ্জয় ঘোষ, খোকন ঘোষ, দুলাল দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।