চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামড়হুদার কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটককৃতর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১কেজি গাঁজা। ১৮ জানুয়ারি সকাল ৮ ঘটিকার সময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শুকুমার বিশ্বাস এর নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই মোঃ সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দূর্গাপুর ত্রিমোহনী নামক স্থানে। এসময় দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া পশ্চিমপাড়ার মৃত্যু আজিম উদ্দিনের ছেলে জিয়া (৩০) কে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা। আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।