ট্রাকসহ ছিনতাইকৃত প্রায় ৪০ লাখ টাকার গরু উদ্ধার করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার শহীদনগর বাসষ্ট্যান্ড থেকে ১৫টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন জানান, শহীদনগর বাসষ্ট্যান্ড থেকে কুমিল্লাগামী একটি ট্রাক (বগুড়া-ড-১১-২১৪১) ১৫ টি গরুসহ ছিনতাই হয় ।যাহার অনুমানি মূল্য প্রায় ৪০ লাখ টাকা । ৯৯৯ থেকে সংবাদের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এস আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ছিনতাইকৃত গরু উদ্ধারে নেমে পড়েন। হাইওয়ে থানাসহ জেলা পুলিশের পার্শবর্তী থানা সমুহে একই সময়ে চেকপোস্ট পরিচালনা করা হয় । পরবর্তীতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজওয়নের মিরপুর ফাঁড়ীর নিকট হতে ছিনতাইকৃত গরু ও ট্রাক উদ্ধার করা হয়। ছিনতাইকারীরা উক্তস্থানে গরু বোঝাই ট্রাকটি ফেলে রেখে চলে যায়। এঘটনায় কাউকে আটক করা যায়নি। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।