স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
৭ সেপ্টেম্বর ১৯ ইং শনিবার, দাউদকান্দি মডেল থানার দুই সহকারী সাব- ইন্সপেক্টর মোঃ মেহেদী হাসান ও মোঃ আমির হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
দাউদকান্দি মডেল থানার সহকারী সাব- ইন্সপেক্টর প্রদীপ দাশ জানান, গত বুধবার সকালে সহকারী সাব ইন্সপেক্টর মোঃ মেহেদী হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। আজ শনিবার সহকারী সাব- ইন্সপেক্টর মোঃ আমির হোসেন অসুস্থ অনুভব করলে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পরিক্ষার পর ডেঙ্গুর সন্ধান পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বর্তমানে সহকারী সাব- ইন্সপেক্টর মোঃ মেহেদী হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজবাড়ী চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন।
সহকারী সাব- ইন্সপেক্টর মোঃ মেহেদী হাসান ও সহকারী সাব- ইন্সপেক্টর মোঃ আমির হোসেন দাউদকান্দি মডেল থানার ডিউটিরত অবস্হায় ডেঙ্গুতে আক্রান্ত হন।