দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
দাউদকান্দি মডেল থানা পুলিশের সেবায় খুশি হয়ে এলাকার জনগন কোরবানীর জন্য ৩টি পশু গরু,১ টি খাশি)প্রদান করেন।
সেই পশুগুলো দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম
মোসলমানের প্রীয় নবীজী হযরত মোহাম্মদ (স:) এবং বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানসহ ১৫ ই আগষ্টে শাহাদাত বরনকারী সকলের পক্ষ থেকে মহান সৃষ্টিকর্তার উদ্দশ্যে পশুগুলো কোরবানী করান।
দাউদকান্দি মডেল থানায় যে কজন গ্রাম পুলিশ কাজ করে,সেই গ্রাম পুলিশদের স্পম্পর্কে খোজ নিয়ে যানতে পারেন ৯০ জন গ্রাম পুলিশ এ বছর কোরবানী দিতে সক্ষম হন নাই। তাই দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ ৯০ জন গ্রাম পুলিশ দরিদ্রের মাঝে কোরবানীর পশুর মাংশ বিতরন করে ভবিৎষতের জন্য অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
এই মহতী উদ্যোগের জন্য অফিসার ইনচার্জ,দাউদকান্দি মহোদয়কে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান গ্রাম পুলিশের সকল সদস্যরা।