দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
দাউদকান্দি মডলে থানার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরষ্কিার পরচ্ছিন্নতা অভযিান ও সচতেনতামূলক র্যালী অনুষ্ঠিত হয় ।
৪ আগষ্ট রববিার দাউদকান্দি পৌর সদরে ডেঙ্গু প্রতিরোধে সামাজকি সচতেনতামূলক র্যালী, আলোচনা অনুষ্ঠিত হয়। পরিবেশ পরচ্ছিন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদশে গড়ি এ স্লোগানে এক বণাঢ্য র্যালী অনুষ্ঠতি হয়। এতে বক্তব্য রাখনে, কুমল্লিার সনিয়ির সহকারী পুলশি সুপার (দাউদকান্দি র্সাকলে ) আবু সালাম চৌধুরী, দাউদকান্দি মডেল থানার অফসিার ইর্নচাজ মোঃ রফকিুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, দাউদকান্দি পৌর প্যানলে মেয়র মোঃ রকবি উদ্দিন আহম্মেদ রকিব, পৌর স্যানটোরী ইন্সপক্টের মোঃ কারুজ্জামান, দাউদকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসমি উদ্দিন আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি বাজারের ব্যবসায়ী মোঃ মিজান চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মেহমুদ চৌধুরী, হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজের সাবেক জিএস সুমন সরকার, শ্রমিক লীগের নেতা মোঃ কবির হোসেন, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ সুমন চৌধুরী ও মোঃ খাজা হোসেন, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলসহ আরো অনেকে।