আজ ১পহেলা আগষ্ট শনিবার কুমিল্লা জেলার দাউদকান্দি পৌর ৯নং ওয়ার্ড দৌলদ্দি উত্তর ও পূর্ব পাড়া প্রবাসী কল্যাণ সংস্থা থেকে গরিবদের জন্য কোরবানী ও ১০০ শত পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।
করোনা মহামারী তে যে সকল মানুষ রা কোরবানী দিতে পারেননি তাদের জন্য প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে কোরবানীর ব্যবস্থা করেছেন প্রবাসী একদল তরুণ, এই সংগঠনটি এলাকায় মানব সেবায় নিয়োজিত আছে সব সময়।
এলাকার গরীব দুঃখী, মেহনতী, দিনমজুর সহ সকল শ্রেণীর মানুষ তাদের সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, এবং তাদের জন্য দোয়া করেছেন অদূর ভবিষ্যতে যেন তারা সমাজের যেই কোন দুর্যোগে এগিয়ে আসতে পারেন।
তাদের এই কর্মকান্ডের জন্য প্রশংসায় ভাসছেন গোটা এলাকা জুড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুরা গ্রামবাসী।
প্রবাসী সংগঠন কি ও গ্রামবাসীর নিকট দোয়া চেয়েছেন, যাতে করে ওদুর ভবিষ্যতেও সেবামূলক কাজ করে যেতে পারেন।
যাদের একান্ত প্রচেষ্টায় এই সংগঠনটি পরিচালিত হচ্ছে, সংগঠনের সভাপতি, হোসেন মিয়াজি, সিনিয়র সহ সভাপতি মোঃ নিজাম বেপারি,সিদ্দিক প্রধান,সাধারণ সম্পাদক আমিন আহমেদ,মোঃ শামিম,কাজী জাফর, জহিরুল ইসলাম, মোঃ শরিফ কাজী,জাহিদ মিনার,সাদ্দাম, বছির,শাহজালাল, আনাছ সহ আরো অনেক সদস্য আছে।