দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
দাউদকান্দি পৌর সদরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সভা কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন।
২৭ জুলাই ১৯ ইং শনিবার সকাল ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সভা স্হলের আশেপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, দাউদকান্দি পৌর সদরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতিমধ্যে শৃঙ্খলাবাহিনী প্রস্তুত। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন।