শাহাপাড়া হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আপনার নির্বিঘ্নে ভোট কেন্দ্র যাবেন,কোনো চোখ রাঙানিকে ভয় পাবেন না। প্রয়োজনে ভোটের দিন আমি উপস্থিত থাকবো, আপনারা যেনো ভোট দিতে পারেন, শাহাপাড়া নৌকার ঘাটি এখানে নৌকাই বিজয়ী হবে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় দাউদকান্দি পৌরসভার ৫ নং ওয়ার্ডের শাহাপাড়া শ্রী শ্রী গোপীনাথ জিউড় আখড়ায় নৌকা প্রতীকের প্রার্থী নাইম ইউসুফ সেইনের নির্বাচনী প্রচারণার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.) এসব কথা বলেন। উপজেলা আ.লীগ এর সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.আমিনুল ইসলাম টুটুল,কুমিল্লা মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ , নৌকা প্রতীকের প্রার্থী পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার,সাংবাদিক হাবীবুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান, যুবলীগ সদস্য মুরাদ চৌধুরী সুমন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাহাপাড়া গ্রামের মন্দির কমিটির সভাপতি বাবু নারায়ণ সাহা, বাংলাদেশ পুজা উদযাপন দাউদকান্দি উপজেলা শাখার নেতা বিশিষ্ট ব্যবসায়ী বাবু অশোক সাহা, ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাপ্পি সাহাসহ সকল রাজনৈতিক ও পেশাজীবীর নেতৃবৃন্দ।