লিটন সরকার বাদল,
দাউদকান্দি পৌরসভার তরকারি বাজার হতে খাদ্য গোডাউন হয়ে চেঙ্গাকান্দি ঘাট পর্যন্ত সমাপ্ত আর.সি.সি রাস্তার কাজ পরিদর্শন করলেন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।
তিনি বলেন, খাদ্য পরিবহন ছাড়াও দাউদকান্দি পৌর বাজারে আগত পৌরবাসীর দীর্ঘদিনের দূর্ভোগের অবসান হল, আমি দাউদকান্দি পৌরবাসীর দুর্ভোগ লাঘবে প্রতিটি রাস্তাঘাট এবং চলাচলের জন্য যেসব রাস্তা আছে সবগুলো রাস্তাকে সম্পূর্ণভাবে চলাচলের যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সুপরিকল্পীত ভাবে ড্রেনেজ ব্যবস্থা প্রায় প্রতিটি রাস্তায় এলইডি লাইট স্থাপনসহ পৌরবাসীর সব রকমের সুযোগ সুবিধায় সবসময় পৌরবাসীর পাশে আছি,সেইসাথে মেয়র মহোদয় জানান , পৌর বাজারের অন্য ৩টি রাস্তার কাজ চলমান আছে।
পরে পৌরসভার বিভিন্ন বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন সুমন খন্দকার, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর স্বপন মীর,
ব্যবসায়ী মিজান চৌধুরী, নাজির আহমেদ, পিটার চৌধুরী মোঃ লিটন সওদাগরসহ আরো অনেকে।