১৪ ডিসেম্বর সোমরার বিকালে দাউদকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী ( অব.) এর আদরের সন্তান মরহুম যারিফ আলী স্মরণে কম্বল বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন দাউদকান্দি পৌর শাখার সভাপতি ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রুবেল হোসেন বলেন, আমার শ্রদ্ধেয় নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী অব. সুমন ভাইয়ের আদরের বড় সন্তান মরহুম যারিফ আলী স্মৃতি রক্ষায়, স্মরণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমার ৪ নং ওয়ার্ডের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। কারণ, তাদের অনেকেরই পর্যাপ্ত শীতের কাপড় নেই। কয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তাই শীতের কষ্ট লাগবে নিজ উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করেছি।
সামনের দিনগুলোতে আরও বিতরণ করা হবে। এভাবে সমাজের সবাইকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মেহমুদ হাসান চৌধুরীসহ এলাকার মুরুব্বি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য বৃন্দ।