দৈনিক আজকের মেঘনা ষ্টাফ রিপোর্টার ,লিটন সরকার বাদল,
দাউদকান্দি পৌরসভার এম জি এস পি প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শনে আসেন বিশ্বব্যাংকের টাস্ক ফোর্স টিম লিডার মিঃ কোবেনা ও মিস স্টিফেনেসহ বিশ্ব ব্যাংকের উদর্ধতন কর্মকর্তা গন।
দাউদকান্দি পৌরসভা বিভিন্ন কাজের পরিদর্শন করে
সন্তষ্টি প্রকাশ করেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। দাউদকান্দি পৌরসভা মেয়র নাইম ইউসুফ সেইনকে আশ্বস্ত করেন, ভবিৎষ্যতে দাউদকান্দি পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বিশ্বব্যাংকের অংশগ্রহন করার প্রত্যয় ব্যক্ত করেন,আরো আধুনিক পৌরসভা গঠনে বিশ্বব্যাংক সবরকমের সহযোগিতা করা হরে।
;
পৌর মেয়র নাইম ইউসুফ সেইন দাউদকান্দি পৌরসভাকে নিয়ে তার মাষ্টার প্যানের কথা বিশ্বব্যাংকের প্রতিনিধি দলকে অবহিত করেন। দাউদকান্দি পৌরসভা বিভিন্ন এলাকা পরিদর্শনের জন্যে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি পৌরসভার সচিব,ইঞ্জিনিয়ারসহ কর্মকর্তা বৃন্দ।