(১৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় দাউদকান্দি পৌরসভার নাগের কান্দিতে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপনে স্থানীয় যুবকদের আয়োজনে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা। তিনি আলোচনা সভায় মহান বিজয় দিবসে মু্ক্তিযোদ্ধাদের ত্যাগ ও বিসর্জন এর রক্তাক্ত ইতিহাস এর কথা তুলে ধরে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন। গ্রামের যুবকরা মেয়র প্রার্থী মোহাম্মদ মুছাকে ক্রেষ্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করে বলেন,আমাদের তরুণদের আইকন আবু মুছা ভাইয়ের সাথে সবসময় নাগেরকান্দি গ্রামের প্রতিটি তরুণ ও যুবক থাকবে। আমাদের গ্রামের উন্নয়নে সবসময় আবু মুছা ভাই চাই। আশা করি অসহায় মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।