লিটন সরকার বাদল,
১৭ মার্চ ২০২০ দাউদকান্দি পৌরসভা কার্যালয়ে দোয়া, কেক কাটা, বৃক্ষ রোপন ও বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে দাউদকান্দি পৌরসভা উদ্যোগে পালিত হয় বঙ্গবন্ধুর শততম জন্মদিন।
দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন পৌরসভার নাগেরকান্দি রাস্তাসহ বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক বৃক্ষ রোপন করেন।বৃক্ষ রোপন শেষে দাউদকান্দি পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পৌর কার্যালয়ের গিয়ে শেষ হয়। আতশবাজি ফোটানোর রঙ্গিন আলোয় আলোকিত হয় পৌর এলাকা, আনন্দে মেতেছে পৌর বাসী।
দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিলমিয়া, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন আহম্মেদ রকিব, উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন নেছা জেবুন,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক
মোঃ হেলাল মাহমুদসহ সকল পৌরসভার কাউন্সিল ও রাজনীতিক নেত্রীবৃন্দ।