
প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে দেশজুড়ে অসহায় ও শ্রমজীবীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা নিয়ে প্রশংসাায় ভাসছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এর ধারাবাহিকতা ৯ জুন মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর হোমনা সড়কের চারপাশে দরিদ্র মানুষের পাশে খাদ্য সহায়তায় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ-দৌলা (পিএসসি) কমান্ডার,সদর দপ্তর ১০১ পদাতিক ব্রিগেড টিম মেম্বারদের উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান করা হয় । টিম সদস্যদের সাথে ছিলেন লে: কর্নেল সাকাওয়াত হোসেন, (পিপিএম,পিএসসি) অধিনায়ক, রণজয়ী ৩৮ বীর,মেজর আহম্মেদ উল্লাহ আলম মজুমদার-পিএসসি ,(ব্রিগেড মেজর),সদর দপ্তর ১০১ পদাতিক ব্রিগেড এবং ক্যাপ্টেন মো: আলী হাসান । করোনা ভাইরাসের শ্রমজীবী ও অসহায়দের সড়কে দেখা হলেই খাদ্য সামগ্রীর প্যাকেট হাতে তুলে দিতে দেখা যায় । ব্যাতিক্রম উদ্যোগ দেখে উৎসূক জনতা সেনাবাহিনীকে ধন্যবাদ জানান । নিত্যপ্রয়োজনীয় বাজার নিতে আসা স্থানীয় দিনমজুরা বলেন, এটা সকলের জন্য খুব ভালো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরণের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি । তারা বলেন আমরা সত্যিই এমন দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য গর্ববোধ করতে পারি, স্যালুট বাংলার দামাল ছেলেরা, হে বীর সেনাবাহিনী তোমরাই আমাদের রাতজাগা দেশমাতার অতন্ত্র প্রহরী। মানবিকতা বোধে জাগ্রত হয়ে দেশের সবকটি জেলাতেই কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্য পণ্য বিতরণের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। সড়কে সড়কে গিয়ে তারা গরিব ও দুস্থদের ত্রাণের প্যাকেট পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি। উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প আয়ের মানুষের পাশে থাকার সরকারি উদ্যোগে নিজেদের সহযাত্রী হিসেবে মানবিক নৈতিকতার মনোভাব নিয়ে পথচলার অঙ্গীকার করেছেন দেশপ্রেমিক অকুতোভয় সেনারা।