লিটন সরকার বাদল,
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাউদকান্দি কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে দাউদকান্দি উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০১২ জন শিক্ষার্থী প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষার কেন্দ্র
পরিদর্শন করেন, দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সেলিম শেখ।
দাউদকান্দি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রোটারিয়ান শাহীন আহমেদ চৌধুরী জানান, কোমলমতি ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে অত্যন্ত মনোরম পরিবেশে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার ২১ টি বিদ্যালয়ের ১০২২ ছাত্র-ছাত্রী প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্র সচিব আব্দুল্লাহ আল মামুন, সহকারি কেন্দ্র সচিব, মনিরুজ্জামান, হল সুপার মোঃ মোস্তাক সরকার, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য নাহিদা সুলতানা, জাহাঙ্গীর আলম, মোয়াজ্জেম হোসেন দেওয়ান, নাজমা বেগম মোঃ সবুজ সওদাগর।