দৈনিক আজকের মেঘনা ষ্টাফ রিপোর্টার, লিটন সরকার বাদল,
২৮ এপ্রিল ১৯ ইং রবিবার, দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মেজর জেনারেল ( অব.) সুবিদ আলী ভূঁইয়া।
তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে, স্বাস্থ্যসেবা নিতে আসা বিভিন্ন রোগী, প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও নবজাতকের খোঁজ খবর নেন। হাসপাতালের পরিবেশ পরিছন্নতা দেখে হাসপাতালের কতৃপক্ষের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে।
সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সঠিকভাবে দিতে হাসপাতালের সকলকে নির্দেশ প্রদান করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহিনূর আলম সুমন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবউদ্দিন আহম্মেদ রকির উপস্থিত ছিলেন।