৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার দুপুর ২টায় দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীকে এ উপজেলার সম্ভাব্য প্রার্থী বশিরুল আলম মিয়াজীর পক্ষে মতবিনিময় ও আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে হামদাদ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা অধ্যাপক ড.আব্দুল মান্নান জয় বলেন,
আগামী দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে "আমরা নতুন আলো দেখতে পাচ্ছি।" এই আলোকে উজ্জীবিত করে দাউদকান্দি উপজেলা বাসীর জন্য আলোর ঝিলিক আসছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দাউদকান্দি উপজেলা সাধারণ জনগণের উন্নয়নের জন্য কাজ করি।
পৌর আওয়ামী লীগের নেতা মতিউর রহমান মুক্তার সভাপতিত্বে প্রধান বক্তা হিসিবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,জেলা পরিষদ সদস্য পারুল আক্তার,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, সাবেক চেয়ারম্যান আসলাম মিয়াজী,পৌর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন,সাবেক জিএস সুমন সরকার,আওয়ামী লীগ নেতা মো শাহজালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজান,ভিপি রিপন আহমেদ, সোলায়মান চেয়ারম্যান, মনির তালুকদার চেয়ারম্যান, মনির হোসেন চেয়ারম্যান, মাকসুদ আলম জোয়ারদার ও সাগর তালুকদার প্রমুখ ।