লিটন সরকার বাদল,
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ স্থাপনের উদ্বোধ করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূইয়া এমপি।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের বাস্তবায়নে নান্দনিকতা ও স্থাপত্যশৈলীর ছোঁয়ায় টাইলস দিয়ে তৈরি এ ম্যুরালটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মাঠে স্থাপন করা হয়েছে।
বিশেষ দিনগুলোতে জাতির পিতার এই ম্যুরালে শ্রদ্ধা জানাতে ফুল দেয়ার ব্যবস্থায় সামনে রাখা হয়েছে বেদি।
উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম শেখ, উপজেলা আ'লীগ সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরীলিলমিয়া, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম,
ইঞ্জিনিয়ার আঃ সালাম চেয়ারম্যান , কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, জসিম উদ্দিন প্রধান চেয়ারম্যান, মঈন চেয়ারম্যান, নুরুল ইসলাম চেয়ারম্যান, জেবুন্নেছা জেবু, লায়লা হাসান, প্রমূখ।