দাউদকান্দি সদর(উ:) ইউনিয়নের হাসনাবাদ-কান্দারগাও গ্রামের করোনায় কর্মহীন হয়ে মানুষের মাঝে উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর নির্দেশনায়, যুবলীগ নেতা মোঃ মহাসিন আহম্মেদের নিজস্ব অর্থায়নে
রাতের আঁধারে অসহায় মধ্য বিত্ত/নিম্ন আয়ের ১০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পণ্য উপহার সামগ্রী পৌঁছে দেন।
কর্মহীন-দিনমজুররা বলেন, করোনা ভাইরাসের প্রকোপ এ কাজকর্ম সব বন্ধ, তাই গত কিছুদিন খাবারের সংকটে ছিলো, আজকে মহসিন ভাইয়ের মাধ্যমে খাদ্য সামগ্রী পেয়ে সকলের মুখে হাসি ফুটেছে।
যুবলীগ নেতা মহসিন আহম্মেদ বলেন,এমপি জেনারেল ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছি, বর্তমান করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া নিজ গ্রামের মানুষেরা যখন খাবারের জন্য লজ্জায় কোথাও যেতে পারছিল না, তখন নিজ অর্থায়নে নিজের গ্রামের মানুষদের জন্য এই সহযোগিতার হাত বাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আমি আমার গ্রামের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই সবসময়। গ্রামের প্রতিটি সাধারণ মানুষ আমার প্রাণ,গ্রামবাসীর সুখে দুঃখে পাশে থাকতে চাই সবসময়। সবাই ঘরে থাকুন বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির হবেন না, নিজে বাঁচুন পরিবার, পরিজন ও দেশকে বাঁচান।