নিজস্ব প্রতিনিধি,লিটন সরকার বাদল স্টাফ রিপোর্টার,
২৮ জুলাই দাউদকান্দি উপজেলার রায়পুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামসামনে দাউদকান্দি উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের নবগঠিত শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দাউদকান্দি - মেঘনা আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.)মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া বলেন,
বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। এই বাংলাদেশকে সোনার বাংলা করতে বঙ্গবন্ধু নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন।
বঙ্গবন্ধুর আদর্শের দেশ সোনার বাংলা পৃথিবীর উন্নয়ন শীল দেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিলমিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হেলাল মাহমুদ, মেহেদী হাসান সুমন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবউদ্দিন আহম্মেদ রকিব, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন সরকার ও সদস্য সচিব রাজীব মুন্সীর, উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লা আল- মামুন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আক্তার হোসেন মুন্না।
এসময় উপস্থিত ছিলেন,ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিমউদদীন আহম্মেদ প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কাজী নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান ,দাউদকান্দি উপজেলা আওয়ামী যুব লীগের সদস্য, মোঃ এনামুল হক রিপনসহ আরো অনেকে।
পরিচিতি সভা শেষে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সামছুল ইসলাম মেম্বারের নেতৃত্বে প্রায় ৫০ জন বিএনপির নেতাকর্মী নিয়ে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া এমপি কে ফুল দিয়ে আওয়ামী লীগের যোগদান করেন।