দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত।
দৈনিক আজকের মেঘনা ডট কম লিটন সরকার বাদল,
১৪ মে ১৯ ইং বিকালে, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে পৌর শাখা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ হেলাল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন-আহবায়ক মোঃ মেহেদী হাসান সুমন, উপজেলা যুবলীগের সদস্য রোমান ছামদানী,মোঃ মেহমুদ হাসান চৌধুরী, আলমগীর খান শামীম, পৌর যুবলীগের আহবায়ক মোঃ আহসান হাবিব মিলন, সদস্য আবু ছালে মুসা, মোঃ সাইদি সরকার, খন্দকার সালাম,মুরাদ চৌধুরী সুমনসহ আরো অনেকে।
দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, দাউদকান্দি যুবলীগকে আধুনিক ও আত্ম মানবতার প্রতিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের সার্বিক সহযোগিতা দরকার। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, দাউদকান্দি - মেঘনার উন্নয়নের রুপকার মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ভাইয়ের হাতে শক্তিশালী করার লক্ষে আমাদের কাজ করতে হবে।
বর্ধিত সভায় যুবলীগের পৌর কমিটিকে বিলুপ্ত করে, নতুন সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়।