
১৭ মে, ২০২০ রবিবার,দাউদকান্দিতে দাদীর পর ৮ বছরের নাতনী করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত শিশুটি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের। গত ১৪ মে বৃহস্পতিবার শিশুটির দাদীর করোনা পজিটিভ আসে। পরে প্রশাসন ১৬টি পরিবারসহ বাড়ি লকডাউন ঘোষণা করেন। ১৫ মে শুক্রবার ওই বাড়ির ৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১৭ মে রবিবার শিশুটির করোনা রিপোর্ট পজেটিভ আসে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহীনূর আলম সুমন এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে দাউদকান্দিতে করোনায় আক্রান্ত সংখ্যা মোট ১২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন।
অপরদিকে সাধারণ সচেতন দাউদকান্দি উপজেলার জনগণের দাবি প্রশাসন যেনো দাউদকান্দি উপজেলার একটি বাজারেরও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্য কোনো দোকান পাঠ খোলার অনুমোদন না দেন। এজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন সাধারণ সচেতন দাউদকান্দি বাসী। তারা বলেন,আগে বাঁচতে চাই, পরে ঈদের মার্কেট।