দৈনিক আজকের মেঘনা ডটকম স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
৪ আগষ্ট ১৯ ইং, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই প্রদীপ দাশ সঙ্গী ফোর্স নিয়ে গোপন সংবাদের বৃত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মোসাম্মৎ রাশিদা (৪০) কে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার এএসআই মোঃ শরীফুল ইসলাম জানান, দাউদকান্দি পৌরসভার সাব রেজিস্ট্রার অফিসের পুকুরের দক্ষিণ পশ্চিম দিকে মাদক বিক্রির সময় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের চর চারুয়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের স্ত্রী মাদক ব্যবসায়ী মোসাম্মৎ রাসিদা (৪০) কে ৫০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের পর আসামীকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।