দাউদকান্দিতে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ পালিত
দৈনিক আজকের মেঘনা ষ্টাফ রিপোর্টার,লিটন সরকার বাদল,
“জীবন বাঁচান, আওয়াজ তুলুন” এ স্লোগানে সারা দেশ ন্যায় কুমিল্লার দাউদকান্দিতে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ পালিত হয়। সোমবার সকাল ১১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সতেচনতামূলক লিফলেট প্রদান করা হয়।
কুমিল্লা উত্তর জেলা শাখা নিরাপদ সড়ক চাই (নিসচা’র) আয়োজনে এতে অংশ গ্রহণ করেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, নিসচা’র কেন্দ্রীয় সদস্য সাংবাদিক লিটন সরকার বাদল, আলমগীর হোসেন, সৃষ্টি সংগঠনের সহ- সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মূসা আহমেদ, কুমিল্লা টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিবহন নেতাকর্মীরা।