দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
যত দিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরি বহমান, তত দিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
১৫ আগষ্ট দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো “জাতীয় শোক দিবস”।
জাতীয় শোক দিবস উপলক্ষে একটি র্যালী
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যায়ল থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রঙ্গনে গিয়ে শেষ হয়।
উপজেলা ও দাউদকান্দি যারিফ আলী শিশু পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষ উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসর্দীয় স্হায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিলমিয়া, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
এসম উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা আবুল কাশেম সরকার, দাউদকান্দি পৌরসভা মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল আল- মামুন, দাউদকান্দি উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হেলাল মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবউদ্দিন আহম্মেদ রকিব, পৌর কাউন্সিলর মোসাম্মৎ সামছুল নাহারসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ মহিলা লীগের নেত্রীবৃন্দ।
আলোচনা সভা শেষে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন, মোহাম্মদ সেলিম শেখ, সহকারী কমিশনার (ভূমি), দাউদকান্দি, কুমিল্লা।