লিটন সরকার বাদল,
কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল নামকস্হান থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, দাউদকান্দি মডেল থানার সাব ইন্সপেক্টর এসএম গোলাম আজম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি থানা এলাকায় রাত্রিকালীন স্পেশাল-১১ ডিউটি কালে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে ২৪ জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল নামক স্হানের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের ঢাকাগামী বাস ঢাকা মেট্রো ব-১১- ১১৫২ তল্লাশী কালে গাড়ির যাত্রী মোহাম্মদ এনামুল হক বাবু (২৭) এর হাটুর নিচে কসটেপ ধারা মোড়ানো বিশেষ কায়দায় রক্ষিত তিনটি সাদা পলিথিন, প্রতিটি পলিথিনের ভিতর ৫০০ পিছ করে সর্বমোট ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মোহাম্মদ এনামুল হক বাবু(২৭), পিতা মোহাম্মদ হক, গ্রাম আফজাল নগর, থানা সাতকানিয়া, জেলাঃ চট্টগ্রাম। ২। মশিউর রহমান(৩৫),পিতা মোঃ আনারুল ইসলাম, গ্রাম অভয়া কামারপাড়া, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহী।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ সনের= ৩৬(১) এর টেবিলের একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য সাম্প্রতিক,
দাউদকান্দি মডেল থানার সাব ইন্সপেক্টর এসএম গোলাম আজম ভূইয়া, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সাব- ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হয়।