প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ১১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৪, ১০:০২ পি.এম
দাউদকান্দিতে হামলার ঘটনায় বিচার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন
দাউদকান্দি প্রতিনিধি:দাউদকান্দিতে দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার সালমা আক্তারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিজেও তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার( ১৭ অক্টোবর) দুপুর ১২টায় দাউদকান্দি পৌরসভার শহীদ রিফাত শিশু পার্কে সালমা আক্তার নামের এক নারী সাংবাদিক এ সংবাদ সম্মেলন করেন।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তিনি একটি লিখিত বক্তব্য রাখেন— এতে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করার সময় মোবাইলে আমি বেশ কিছু ভিডিও ধারণ করি এ কারণে আমার ওপর মোহাম্মদ সামী নামের এক ছাত্রলীগ নেতা ক্ষিপ্ত হয়ে আমার মোবাইল ছিনিয়ে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সামীর মা সুমনা আক্তারের সঙ্গে বাকবিতন্ডায় হয়। পরে তার ছেলে সামীসহ কয়েকজন মিলে আমার ওপর হামলা ও ধর্ষণচেষ্টা করে বলে লিখিত বক্তব্য বলেন এই ভুক্তভোগী।
ভুক্তভোগী এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন৷ যার মামলা নম্বর ২৭০/২৪।
সালমা আক্তার আরও বলেন, এই ঘটনার আমি মামলা দায়ের করলে আসামীগণ ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যা ও গুম করার উদ্দেশ্যে দ্বিতীয় দফায় হামলা করে গুরুতর আহতসহ শ্লীলতাহানি করে। পরে আমি দাউদকান্দি মডেল থানার সহযোগিতা চাহলে ওসি স্যারের নির্দেশে দায়িত্বরত পুলিশ অফিসার আমাকে আহত অবস্থায় উদ্ধার করে থানা নিয়ে আসে। এরপর আমি আমার আত্মীয় স্বজনের সহযোগিতায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসি। বর্তমানে আমি এই সন্ত্রাসীদের ভয়ে আমার জীবন নিয়ে শঙ্কিত আছি। ওরা আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে। তাই আমি এই ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক
বিচার দাবি করছি।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী জানান," দৈনিক ভোরের সূর্যদোয়ের স্টাফ রিপোর্টার সালমা আক্তারের ওপর হামলার ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতার অভিযান চলমান রয়েছে। "
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ভুক্তভোগীর বাবা সালাম সরকার ও ভাই আবু সুফিয়ান।
dainikajkermeghna.com