লিটন সরকার বাদল,স্টাফ রিপোর্টার,
১ সেপ্টেম্বর ১৯ ইং রবিবার, দাউদকান্দি উপজেলার মারুফা ইউনিয়নের স্ব পাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ আমির হোসেনের স্ত্রী ৪ সন্তানের জননী সাহানারা বেগম (৪৫) স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, কোরবানি ঈদের কয়েকদিন আগে সৌদি আরব থেকে ছুটিতে আসেন স্বামী। স্বামী ও সন্তানের সাথে পারিবারিক কারণ থেকে অভিমান করে দুইদিন আগে বিল্ডিং এর নিজ রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিতে চেয়েছিলো। এর সূত্র ধরে ৩১ আগষ্ট রাত ৯ টার দিকে চাউলে দেওয়ার ক্যারির ট্যাবলেট খেয়ে ফেলে, রাতেই গৌরীপুর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশে এস আই সুজন দত্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।