লিটন সরকার বাদল,দাউদকান্দি, কুমিল্লা |
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসষ্ট্রান্ডে ফেলে যাওয়া বৃদ্ধা সুফিয়া খাতুনের (৭০)দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। মঙ্গলবার সকালে বৃদ্ধা সাফিয়াকে হাসপাতালে দেখতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া, এক লাখ টাকা মূল্যের একটি সরকারি বসত ঘর দেওয়া, হুইল চেয়ার দেওয়া এবং বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দেন ইউএনও। গত সোমবার চিকিৎসা করার কথা বলে সাফিয়া বেগমের মেয়ে মিনা আক্তার মাকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ফেলে যান। খবর পেয়ে দাউদকান্দির সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ সেলিম শেখ ঘটনাস্থলে পৌঁছে সাফিয়া বেগমকে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. শাহীনুর আলম সুমন এবং আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন।