কুমিল্লার দাউদকান্দিতে মাহবুব (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মাহবুব উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
নিহতের মা আলেয়া বেগম জানান, একটি মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েটির সঙ্গে পাশের বাড়ির আরেকটি ছেলেরও সম্পর্ক ছিল। সেই ছেলেটিসহ কয়েকজন মিলে মঙ্গলবার আমার ছেলেকে মারধর করেছে। বুধবার আবার আমার ছেলেকে ডেকে নিয়ে কী জানি খাইয়েছে। এরপর অসুস্থ হয়ে বাড়ি আসলে তাকে আমরা ডাক্তারের নিকট নিয়ে যাই।
পরে বাড়ীতে নিয়ে আসলে সন্ধ্যার পর মারা যায়।
এদিকে এলাকায় আত্মীয়স্বজনদের কান্নায় শোকের মাতম এ পরিনত হয় পুরো লক্ষীপুর গ্রামটি, স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে যায়।
মাহবুব ছিল সংসারের একমাত্র ছেলে, তাকে হারিয়ে মা আলেহা বেগম প্রায় পাগল, পুত্রশোকে বোবা কান্না করে যাচ্ছেন গর্ভধারিনী মা।
সংসারের একমাত্র ছেলেকে হারিয়ে স্বজনদের আহাজারি থামছেই না।
গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় প্রেরন করা হয়েছে। আর প্রেমগঠিত কিনা সেটা এই মুহূর্তে বলতে পারছি না।