রোববার সকাল উপজেলা নির্বাচন কমিশনার কামরুন্নাহারের থেকে মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ আবু মুছা। আবু মুছা বলেন, "আমি যদি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হতে পারি তাহলে একটি আধুনিক ও যুগোপযোগী পৌরসভা করাই আমার লক্ষ্য থাকবে। আমি শাসক নয় জনগণের সেবক হতে এসেছি,আমি যেখানে যাই সেখানেই জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমি দাউদকান্দি পৌরবাসীর ভালোবাসায় নিজেকে ধন্য মনে করছি। সুখে-দু:খে পৌরবাসীর পাশে থাকতে চাই, আমি আশাবাদী ১৪ ই ফেব্রুয়ারির নির্বাচনে একটি ব্যালট বিপ্লব ঘটবে। এই ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণের আশা পূরণ হবে। তিনি আরো বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে তরুণ যারা বেকার আছে বেকারত্ব নিরসনে ট্রেনিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলে কর্মসংস্থানের ব্যবস্থা করবো।বাল্যবিবাহ নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবো। মাদকের রাহু দশা থেকে এলাকার যুবকদের রক্ষা করতে ক্রীড়া সামগ্রী কিনে দিয়ে খেলাধুলার উদ্বুদ্ধ করব,যুবকরা যুবকরা যদি ক্রীড়ামুখী হয় তাহলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সহজ হবে। মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার ও ব্যাবসায়ী মো.জামাল হোসেন মোল্লা, সমাজকর্মী মোহাম্মদ নাছির আহম্মেদ, ব্যাবসায়ী মোঃ মোহসিন সরকার,মোহাম্মদ আশা,শংকর দাস, কমল দত্তসহ আরও অনেক।