
২০ জুলাই ২০২০ সোমবার সকালে, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমনের নির্দেশে
মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ রাসেল জাতীয়-শিশু কিশোর পরিষদ দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
উপজেলার বিটেরশ্বর ইউনিয়নের নৈয়াইর হাইস্কুল ও বিভিন্ন এলাকায় ফলজ বনজ গাছের কয়েক শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
দাউদকান্দি উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আসিফ সর্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নৈয়াইর হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান, বিশিষ্ট সমাজ সেবক দুলাল সরদার, ও বিটেশ্বর ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতাকর্মী ও ইউনিয়ন ছাত্র লীগের নেত্রীবৃন্দ।