লিটন সরকার বাদল,
৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার রাতে, দাউদকান্দি উপজেলার দোনারচর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ আদমজীনগর নারায়ণগঞ্জ ডিএডি মোতালেব ঢালীর নেতৃত্বে
অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী কোহিনুর বেগম ওরেফে বাতাসিকে ১৪৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪০ টাকা সহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কোহিনুর বেগম বাতাসি দাউদকান্দি উপজেলা দোনারচর গ্রামের মৃত মোঃ তাঁরা মিয়ার স্ত্রী। তারবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আনোয়ারখোলা গ্রামে, সে দাউদকান্দি পৌর সদরের একজন ভাসমান মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে থানায় ১৪ টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম জামান,এএসআই মোঃ শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে সরিলে মধ্যে বিশেষ ভাবে রক্ষিত পলিথিন দিয়ে মোড়ানো ২ কেজি করে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার আয়নারগোপ গ্রামের ইসলাম উদ্দিন আবুমিয়ার পুত্র মোঃ খোকন (১৯), কুমিল্লা জেলার চান্দিনা থানার শ্রীমন্তপুর গ্রামের মোঃ ইয়াছিন (১৯)।
এব্যপারে দাউদকান্দি মডেল থানায়
পৃথক পৃথক ভাবে ২ টি মামলা দায়ের পর আসামীদের কুমিল্লা জেলহাজতে প্রেরন করা হয়।