লিটন সরকার বাদল,
৩১ আক্টোবর ১৯, বৃহস্পতিবার বিকালে, দাউদকান্দি উপজেলার বিটেশ্বর কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে নৈয়াইর বাজার বালুর মাঠে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ।
বিটেশ্বর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি, মোঃ হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈন আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নেসা জেবু, বিটেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, নৈয়াইর বাজার কমিটির সভাপতি, শহিদুল হক মিন্টু, বিটেশ্বর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মুক্তার হোসেন গোলজার মেম্বার,
বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ রুবেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, কোনো ধর্মেই হত্যা, সন্ত্রাস, অশান্তি সমর্থন করে না। সব ধর্মেই শান্তির কথাই বলা আছে। একটি গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে মদদ দিচ্ছে। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। একটি জঙ্গিগোষ্ঠী এলাকায় প্রভাব খাটিয়ে নাশকতা সৃষ্টি করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে, কোন সন্ত্রাসকে চাঁদাবাজ ও মাদক ব্যাবসায়ীকে এই বিটেশ্বর, নৈয়াইরের মাটিতে স্থান দেওয়া হবে না।
আলোচনা শেষে বিটেশ্বর কমিউনিটি পুলিশিং ফোরামের নৈয়াইর বাজারে অফিস উদ্বোধন করা হয়।
দাউদকান্দি মডেল থানার বিটেশ্বর ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত অফিসার এএসআই প্রদীপ দাশকে
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদানের জন্য উপস্থিত জনতা অভিনন্দন জানান।