ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় দাউদকান্দি মডেল থানা পুলিশ ৩০ বোতল ফেনসিডিল ও ২ জেকি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে মহাসড়কের জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এএসএম গোলাম আযম সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহ জনক অবস্থায় ঘুরাফেরার সময় যুবকে আটক করে তল্লাশী চালিয়ে তার কাছে থাকা একটি কালো রঙের ব্যাগের ভিতর থেকে ৩০ টি ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ রুবেল হোসেন (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতার কৃতব্যাক্তি হলেন,মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার লস্করবাড়ীর মৃত জালাল হোসেনের ছেলে মো: রুবেল হোসেন (২৮)। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর আসামি কে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।