লিটন সরকার বাদল,
দাউদকান্দির সাহাপাড়া মাতৃছায়া একাডেমীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
১৪ নভেম্বর ১৯ ইং, সাহাপাড়া মাতৃছায়া একাডেমী প্রাঙ্গণে ২০১৯ সালের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক লিটন সরকার বাদল। স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বায়েজিদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী বাবু রবীন্দ্র চন্দ্র দাস।
বিদায়ী ৩৯ জন শিক্ষার্থীদের মাঝে স্কুলের পক্ষ থেকে পরীক্ষার সামগ্রী উপহার দেওয়া হয়।
এসময় উপস্হিত ছিলেন, মাতৃছায়া একাডেমীর শিক্ষক / শিক্ষকা, অভিভাবক ও ছাত্র /ছাত্রী বৃন্দ।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন, মাওলা বায়জিদ মাহাম্মুদ।
অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মানিক মিয়া।