দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের প্রার্থী আমানউল্লাহ এসডু-কে বিজয়ের লক্ষে আজ বৃহস্পতিবার বিকালে পৌরসভার দোনারচরে প্রার্থীর নিজ গ্রামে এক পথসভা অনুষ্ঠিত হয়।এতে ৬ নম্বর ওয়ার্ডের( সবজিকান্দি-দোনারচর) এর সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
পথসভায় নুর মিয়া'র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহন সরকার, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.সালাউদ্দিন,
মো.জামালউদ্দিন মোল্লা,আফজাল সরকার তকদীর খন্দকার, তরিকুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগ নেতা খন্দকার শাহজালাল, শাহীন মিয়া,মো.জাকির হোসেন,ঈদ্রিস মিয়া,পিয়ার হোসেন,হোসেন চৌধুরী ও হাজি বাদশা মিয়াসহ আরো অনেকে।
পথসভায় বক্তারা চশমা প্রতীকের প্রার্থী আমানউল্লাহ এসডুকে বিজয়ী করার লক্ষে একাট্টা হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।