দৈনিক আজকের মেঘনা ডট কম, স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল।১২ মে ১৯ ইং,পবিত্র মাহে রমজান মাসে ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্যিক প্রাণ কেন্দ্র গৌরীপুর বাজার পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন। বিকালে তিনি গৌরীপুর বাজারে মুদি মার্কেট, ফলবাজার, তরকারী বাজারসহ বিভিন্ন দোকানপাট পরিদর্শন এবং বিভিন্ন জিনিসপত্রের দাম যাচাই-বাছাই করেন । এসময় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচাজ আ,স,ম, আব্দুন নূর, গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজী ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ নোমান মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন। ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখুন। কাঁচা বাজারের সবজি, মাছ-মাংস, ফল এবং চালের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখবেন। কোনো দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না। হোটেলগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করুন, যাতে রমজানে মানুষের কোনো ধরনের কষ্ট না হয়।