দাউদকান্দি পৌরসভা প্রেসক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে বৃহত্তর কুমিল্লা থেকে প্রকাশিত অনলাইন ভিত্তিক গোমতী ডট টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মোঃ সেলিম মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন তিনি বলেন , গোমতী ডট টিভি দেশের উন্নয়ন ও অসহায় মানুষের পক্ষে কাজ করে দেশ বিদেশে সুনাম অর্জন করবে এই প্রত্যাশা করি।
দাউদকান্দি পৌরসভা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ লেয়াকত হোসেনের আয়োজনে অনুষ্ঠান মুখরিত হয়ে উঠে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমতী ডট টিভির সম্পাদক মোঃ রকিবউদ্দিন রকিব, প্রধান সম্পাদক সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, নির্বাহী সম্পাদক আব্দুল ওয়াদুদ সরকার, বিশিষ্ট ঠিকাদার মোঃ ফারুক আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক লিটন সরকার বাদল, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ সহ আরও অনেক।
পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।