রোববার(২০ ডিসেম্বর) মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের দাবিতে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর নির্দেশে
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম খানের কাছে স্মারকলিপি প্রদান করেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন।
উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান জানান,' বর্তমান সরকার বঙ্গবন্ধু'র স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সমূহ উদ্ধারের পদক্ষেপ গ্রহণ করেছে। আমি এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।'
উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন বলেন,
যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বঙ্গবন্ধু মঞ্চ দ্রুত উদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করি
জানাযায়,বর্তমানে ২৫ শতক জায়গার উপর নির্মিতি দ্বিতল ভবনের ক্রয়সুত্রে মালিক সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মোশাররফ হোসেন। এই স্থানে ১৯৭৩ সালের এপ্রিলের ৪ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মঞ্চে দাঁড়িয়ে বিশাল জনসমুদ্রে ভাষণ দেওয়ার পর ' বঙ্গবন্ধু মঞ্চ' নামে নামকরণ করা হয়। কিন্তু কালের পরিক্রমায় এই স্মৃতিবিজড়িত স্থান এখন বেহাত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এম এ মুকিত টিপুসহ উপজেলা ছাত্র লীগের নেতাকর্মী।