দাউদকান্দিতে নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দাউদকান্দি গৌরীপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ স ম আব্দুর নূরসহ গৌরীপুর ২ জন ও উপজেলার ইলিয়টগঞ্জ ২ জন, ৯ জুন মঙ্গলবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে দাউদকান্দিতে মোট ৫৪ জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন।