দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রীতিকের প্রার্থীর কেন্দ্র কমিটি গঠনের লক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
শুক্রবার বিকেলে গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সভায় গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছমির আলম সরকারের সভাপতিত্ব ও সালাহ উদ্দিন রিপনের পরিচালনায়
বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়,সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া,সহ-সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার,কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকার,গৌরীপুর ইউপির চেয়ারম্যান নোমান সরকার,জিংলাতলী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা,সুন্দলপুর ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী,বারপাড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগর,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার প্রমূখ। একই দিনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়ন ও বারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত পৃথক ২টি বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।