লিটন সরকার বাদল,
১৯ ফেব্রুয়ারি, ২০২০ বুধবার, মুজিব শতবর্ষ উপলক্ষে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে নৈয়াইর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ বারের মত তিন দিন ব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে। মহান ভাষাসৈনিকদের স্মরণে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে জ্ঞানের আলো শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য এই শিক্ষাঙ্গনে প্রতিবছর ২১ শে বই মেলার আয়োজন করে থাকে।
নৈয়াইর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার সভাপতিত্বতে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলনে, বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল হালিম মোল্লা,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নূরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ, দাউদকান্দি উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার,উপজেলা মহিলালীগের সভাপতি জেবুন্নেসা জেবু,লাল সবুজ উন্নায়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিক বৃন্দ ।