দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটল সরকার বাদল,
দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন এর ডাকখোলা গ্রামের প্রবাসীর স্ত্রী বিশ্বকা রানী ভৌমিক (৩৯) পারিবারিক কোলাহলের যেরধরে ১৮ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে ঘরের পিছনে আমগাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের বড় মেয়ে সুচিত্রা রানী সরকার জানায়, আমি কিছুদিন আগে, পূজা উপলক্ষে আমার শ্বশুর বাড়ি দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রাম থেকে বেড়াতে আসি। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও আমি আমার মা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি, হঠাৎ ঘুম ভেঙে মাকে বিছানায় না দেখতে পেয়ে বাড়ির আশেপাশে লোকজনকে নিয়ে মাকে খুজাখুজি করি। পরে দেখতে পাই ঘরের পিছনে আম গাছে মায়ের ঝুলন্ত লাশ ঝুলে আছে।
আমার মা মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিল কারণ, আমার বাবা দীর্ঘদিন প্রবাসে থাকায় মা জানতে পারে, যে বাবা প্রবাসে আরেকটি বিয়ে করছে সে নিয়ে মা অনেক চিন্তিত ছিল তার জের ধরে মা এই আত্মহত্যা করেছে বলে আমি মনে করছি।
খবর পেয়ে আজ শনিবার সকাল ১০ ঘটিকায় দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর কাজী মোঃ গোলাম কিবরিয়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।