লিটন সরকার বাদল, ১৩ নভেম্বর ১৯ ইং,দাউদকান্দি পৌরসভায় অবস্থিত ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের উদ্যোগে ডেঙ্গু, মাদক, বাল্যবিবাহ ও পড়াশুনায় উদ্বুদ্ধকরণে সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক কাজী মহিউদ্দিন আহমেদ, ভূগোল বিভাগের প্রভাষক মোঃ আরিফুল রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খানসহ আরো অনেকে। ডঃ খন্দকার মোশাররফ হোসেন কলেজের ছাত্রীরা অতিথিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্র-ছাত্রী, গভর্নিং কমিটির সদস্য ও কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষক বৃন্দ।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার জাহিদ।