কুমিল্লা দাউদকান্দি উপজেলা বরকোটা শ্রী শ্রী মা মনসা বাড়ির মন্দিরে জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি উপজেলা শাখা আয়োজিত গীতা নিকেতনের মূল্যায়ন পরিক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল।
প্রধান বক্তা জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু সঞ্জয় বনিক,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা ও শ্রী শ্রী মা মনসা বাড়ি উন্নয়ন কমিটির উপদেষ্টা সাংবাদিক লিটন সরকার বাদল, মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ রাকিবুল ইসলাম জামান, শ্রী শ্রী মা মনসাবাড়ি উন্নয়ন কমিটির সভাপতি বাবু প্রভাস চন্দ্র দাস।
জাগো হিন্দু পরিষদের সদস্য সচিব তুষার ঘোষ সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রী শ্রী মা মনসা বাড়ির যুব সংঘের সারথি বাবু কাজল দাস, জাগো হিন্দু পরিষদের আহবায়ক বাবু সায়ন দাস,
সাবেক সাধারণ সম্পাদক নারায়ণ বনিক, দক্ষিণ নগর শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির কমিটির উপদেষ্টা বাবু গোবিন্দ লাল দাস,মালাখালা রাধাকৃষ্ণ মন্দির কমিটির উপদেষ্টা নেপাল দেবনাথ , জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার উপদেষ্টা রিপন দেবনাথ, বাবু উৎপলেন্দু দাস, চরগোয়ালী উচ্চবিদ্যালয়ের শিক্ষক
দীপক দেবনাথ, প্রধান পরিচালক, জাগো হিন্দু পরিষদ গীতা নিকেতনের পরিচালক বাবু আশিক দাস,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রান্ত সাহা ৬০০ জন প্রতিযোগিতার মধ্যে ১১৭ জনকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।