৬ জুন ২০২০ শনিবার সকাল, কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ২’শ গজ পূর্ব দিকে মাইজপাড়া ও পশ্চিম দিঘীর পাড় বিলের বাচ্চুমিয়ার মৎস্য প্রজেক্টের বেরী বাধের উপরে উপজেলা ছাত্রলীগ নেতা রাজন হত্যা মামলার আসামি জিসানকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্ত্বরা।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশ
এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহতের বড় ভাই মোঃ অপু মিয়া জানান,
আমার ভাইকে আমাদের শত্রুপক্ষের লোকজন মেরে ফেলেছে, আমরা আমার ভাই হত্যার বিচার চাই।
নিহত ব্যক্তি দাউদকান্দি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাজিরকোনা গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে মোঃ জিসান মিয়া (১৮)।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, মোঃ জিসান মিয়ার
লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে, সে একটি হত্যা মামলার আসামি।
হত্যার রহস্য আমরা তদন্ত করে দেখছি এ ব্যপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ, ৬ মে ২০১৭ সালে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন রাজনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সেই রাজন হত্যা মামলার ১০ নং আসামী মোঃ জিসান মিয়া।